অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া ক্রাইম বার্তা এজেন্সি ক্রাইম বার্তা এজেন্সি প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫ রিপোর্টঃ লুৎফর রহমান, চীফ ডিটেকটিভ রিপোর্টার কীভাবে জানবেন আপনার নামে কতটি সিম রয়েছে? আপনার জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিমগুলোর সংখ্যা জানতে মোবাইল থেকে *১৬০০১# ডায়াল করুন। ফিরতি মেসেজে জানতে পারবেন—কোন কোন অপারেটরে আপনার নামে কয়টি সিম রয়েছে। যেভাবে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করবেন: প্রথমে সংশ্লিষ্ট অপারেটরের হেল্পলাইনে (যেমন: ১২১) কল করুন আপনার এনআইডি নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিন . যাচাই-বাছাই শেষে অপারেটর অতিরিক্ত বা অনাবশ্যক সিমটি বন্ধ করে দেবে . এছাড়াও, নিজে গিয়ে অপারেটরের কাস্টমার কেয়ারে সরাসরি সেবা গ্রহণ করেও সিম ডি-রেজিস্টার করা যাবে। সতর্কবার্তা: ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিম নিজ উদ্যোগে বন্ধ না করলে তা অবৈধ হিসেবে বিবেচিত হবে। এমনকি ভবিষ্যতে আর্থিক লেনদেন, নিরাপত্তা বা যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহক। SHARES জাতীয় বিষয়: