একটা গার্মেন্ট কোম্পানি টোটাল ৪৮ হাজার ২৪৮ কোটি টাকা নিয়ে গেছেঃ উপদেষ্টা সাখাওয়াত ক্রাইম বার্তা এজেন্সি ক্রাইম বার্তা এজেন্সি প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫ রিপোর্টঃ জি এম আব্দুর রশিদ, সিনিয়র রিপোর্টার অন্তর্বর্তী সরকারের এক বছরের মূল্যায়নের আলোচনায় গিয়ে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন মনে করালেন কোন পরিস্থিতিতে এ সরকার দায়িত্ব নিয়েছিল। তার কথায়, “আমরা পলিটিকাল ইকোনমির কথা তো অনেক বলছি; এটাও পলিটিকাল ইকোনমির তথ্য। এই একটা গার্মেন্ট কোম্পানি টোটাল ৪৮ হাজার ২৪৮ কোটি টাকা পার্টিকুলারলি ১৬টা ব্যাংক এবং সাতটি ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে নিয়ে গেছে। কোথায় টাকা কেউ জানে না। ট্রাই করছি মানি ব্যাক করতে। “(এর মধ্যে) একটা ব্যাংকের আমি নাম নিচ্ছি। একটা ব্যাংক- জনতা ব্যাংক। এখান থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা নিয়ে গেছে।” SHARES অপরাধ বিষয়: