অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪

কীভাবে জানবেন আপনার নামে কতটি সিম রয়েছে?

আপনার জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিমগুলোর সংখ্যা জানতে মোবাইল থেকে *১৬০০১# ডায়াল করুন। ফিরতি মেসেজে জানতে পারবেন—কোন কোন অপারেটরে আপনার নামে কয়টি সিম রয়েছে।

যেভাবে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করবেন:

প্রথমে সংশ্লিষ্ট অপারেটরের হেল্পলাইনে (যেমন: ১২১) কল করুন

আপনার এনআইডি নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিন

. যাচাই-বাছাই শেষে অপারেটর অতিরিক্ত বা অনাবশ্যক সিমটি বন্ধ করে দেবে

. এছাড়াও, নিজে গিয়ে অপারেটরের কাস্টমার কেয়ারে সরাসরি সেবা গ্রহণ করেও সিম ডি-রেজিস্টার করা যাবে।

সতর্কবার্তা: ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিম নিজ উদ্যোগে বন্ধ না করলে তা অবৈধ হিসেবে বিবেচিত হবে। এমনকি ভবিষ্যতে আর্থিক লেনদেন, নিরাপত্তা বা যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহক।